আমরা কুপন ব্যাবহার করি না
- February 4, 2022
- Digital Marketing blog, Facebook Business Beginners, Facebook Corporate Business
আমদের যারা ইনবক্সে নক করেন তাদের সব থেকে কমন প্রশ্ন হচ্ছে –
* আপনারা কি রিয়েল ডলার দিয়ে কাজ করেন নাকি কুপন দিয়ে?
* কিভাবে বুঝবো আপনারা কুপন দিয়ে কাজ করেন না?
* কোন ব্যাংকের কার্ড দিয়ে কাজ করেন?
* আপনাদের ডলার রেট এত বেশি কেন?
* আপনারা কি ভ্যাট দেন?
* কার্ডে অনেকের ডিউ থাকে, আপনাদেরও কোন ডিউ আছে কিনা?
* RM কি?
* RM কি কুপন?
* RM দিয়ে কাজ বুস্ট করালে কি পেজের কোন ক্ষতি হয়?
* RM ভাল নাকি Dollar?
* RM আর Dollar এর মধ্যে পার্থক্য কি?
* RM এবং Dollar-এর মধ্যে কোনটায় রেসপন্স ভাল আসে?
এবার আশা যাক উত্তর পর্বে
আপনারা কি রিয়েল ডলার দিয়ে কাজ করেন নাকি কুপন দিয়ে?
আমরা কুপন দিয়ে কাজ করি না এবং সবাইকে মানা করি পেজে কুপন দিয়ে কাজ না করতে। এক পেজে যখন একাধিক কুপন ব্যাবহার করা হয় তখন ফেজবুক সেটাকে ইলিগাল/ সাস্পিসিয়াস এক্টিভিটি হিসাবে দেখে। যার ফলে পরবর্তীতে আপনার পেজের উপরে এর বিরূপ প্রভাব পড়ে। ফেসবুক পেজে Coupon ব্যবহার কতটা নিরাপদ!
কিভাবে বুঝবো আপনারা কুপন দিয়ে কাজ করেন না?
উত্তর পড়ার আগে নিচের ছবিগুলো ভাল করে দেখুন। ছবিতে আপনারা দেখতে পারছেন কারেন্সি ইউএস ডলার এবং বিলিং সিস্টেম ‘Monthly Invoice’ অর্থাৎ প্রতি মাসে আমরা অ্যাড ম্যানেজার থেকে কত ডলার খরচ করছি সেটা মাস শেষে ইনভয়েস আকারে আমাদের মেইল করে দেওয়া হয়, আমরা সেই টাকা সরাসরি ব্যাঙ্কে ডিপজিট করে দেই। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্পেন্ডিং লিমিট ৪০ হাজার ডলার মার্ক করা আছে যা আরও বাড়িয়ে নেওয়া যাবে অর্থাৎ এখানে কোন ধরনের ইলিগাল বা দুই নম্বরি করা হচ্ছে না।
কোন ব্যাংকের কার্ড দিয়ে কাজ করেন?
উপরের ছবিতে আপনারা দেখেছেন আমাদের পেমেন্ট মেথড দেখাচ্ছে ‘Monthly Invoice’ অর্থাৎ প্রতি মাসে যে পরিমান ডলার এই অ্যাড ম্যানেজার থেকে খরচ করা হবে সেই পরিমান ডলারের বিল মাস শেষে আমাদের Invoice আকারে পাঠিয়ে দেওয়া হয় এবং আমরা সেই পরিমান ডলারের সমপরিমাণ টাকা সরাসরি ব্যাঙ্কে ডিপজিট করে দেই। সুতরাং বুঝতেই পারছেন আমাদের কাজ করতে ব্যাংকের কোন কার্ডের প্রয়োজন হয় না।
আপনাদের ডলার রেট এত বেশি কেন?
বাংলাদেশ ব্যাংকের ডলার এক্সচেঞ্জ রেট অনুযায়ী আমাদের বিল পরিশোধ করতে হয়। সাধারণত ডলার রেট এখন ৮৫.৫০ টাকা থেকে প্রায় ৮৬ টাকার মধ্যে ওঠানামা করছে। এর সাথে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অনলাইন প্লাটফর্মে বিজ্ঞাপন দেওয়ার জন্য ১৫% VAT আমাদের দিতে হয়। ৮৫.৫০+ ১৫% VAT দিয়ে ৯৮.৩৭৫ থেকে ৯৯ টাকার মত আমাদের খরচ হয় ডলার প্রতি এবং বাকিটা আমাদের সার্ভিস চার্জ। এখানে কোন লুকোচুরি বা হিডেন চার্জ নেই।
আপনারা কি ভ্যাট দেন?
জি প্রতি মাসে আমাদের যখন ইনভয়েস পাঠানো হয় তখন বিলের সাথে সাথে ভ্যাটও হিসাব করে পাঠিয়ে দেওয়া হয়। আমরা ফেসবুকের যে আথরাইজড পার্টনারের সাথে কাজ করি তাদের সাথে কাজ করতে গেলে অবশ্যই বিন নাম্বার সহ বিজনেস ডকুমেন্ট সাবমিট করতে হয়। এছাড়া আপনারা দেখেছেন আমরা কোন ধরনের কার্ড ব্যবহার করি না, তাই যারা বলেন বা মনে করেন পেপাল সহ অনেক ধরনের পেমেন্ট মেথড আছে ভ্যাট না দেওয়ার সেগুলো এখানে প্রযোজ্য না।
কার্ডে অনেকের ডিউ থাকে, আপনাদেরও কোন ডিউ আছে কিনা?
প্রথমত, আমরা কোন ব্যাংকের কার্ড ব্যবহার করি না এবং নিচের ছবিতে ডলারের পরিমানের নিচে খেয়াল করে দেখুন স্পস্ট লেখা আছে No payment due। সুতরাং বুঝতেই পারছেন আমরা এমনভাবে কাজ করি না যেখানে ডিউ থেকে যাবে এবং আপনার পেজ ক্ষতিগ্রস্থ হবে। আমাদের মাধ্যমে কাজ করিয়ে পেমেন্ট ডিউয়ের দুশ্চিন্তা থেকে শতভাগ নিশ্চিন্ত থাকতে পারেন।
RM কি?
RM হচ্ছে মালয়েশিয়ান রিংগিত। আমাদের দেশের মুদ্রা যেমন টাকা তেমনি মালয়েশিয়ার মুদ্রা হচ্ছে রিংগিত।
RM কি কুপন?
না RM (মালয়েশিয়ান রিংগিত) কোন কুপন না। আপনি বিভিন্ন দেশের মুদ্রা দিয়ে ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারবেন। যেমনঃ টাকা, রুপি, পাউন্ড, ইউরো, আর্জেন্টাইন পেসো (ARS), রিয়াল, কানাডিয়ান ডলার, সিঙ্গাপুরিয়ান ডলার সহ প্রায় সব দেশের মুদ্রায়। তাই ডলার বাদে অন্য কোন কারেন্সি হলেই তাকে কুপন বলে না। নিচের ছবিতে দেখুন কোন কোন মুদ্রায় আপনি ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারবেন।

RM দিয়ে কাজ বুস্ট করালে কি পেজের কোন ক্ষতি হয়?
না RM (মালয়েশিয়ান রিংগিত) দিয়ে কাজ করালে পেজের কোন ক্ষতি হয় না। কারণ ফেসবুককে আপনি RM (মালয়েশিয়ান রিংগিত) দিয়ে পেমেন্ট করতে পারবেন। ছবিটি দেখুন লোকাল কারেন্সি দিয়ে আপনি চাইলে ফেসবুককে পেমেন্ট করতে পারবেন। যেহেতু ফেসবুক আপনার পেমেন্ট গ্রহন করছে তাই এখানে পেজের সমস্যা বা ক্ষতি হওয়ার কোন সম্ভাবনা নেই।
RM ভাল নাকি Dollar? RM এবং Dollar-এর মধ্যে কোনটায় রেসপন্স ভাল আসে?
কোন কারেন্সিই খারাপ না। ফেসবুকের এমন কোন অ্যাড পলিসি নেই যেখানে বলা আছে আপনি ডলারে ভাল রেসপন্স পাবেন কিন্ত অন্য কারেন্সিতে খারাপ রেসপন্স পাবেন।
ছবিটি লক্ষ্য করুন, এখানে RM (মালয়েশিয়ান রিংগিত), ইউরো এবং ডলার মোট ৩ টি কারেন্সি দিয়ে বুস্ট করা হয়েছে। মেসেজ প্রতি খরচ হয়েছে রিংগিতে ২.৯২ টাকা (১০০০ টাকার প্যাকেজ, মেসেজ ৩৬৩), ইউরোতে ২.৯৪ (প্রতি ইউরো ১৩০ টাকা, ১.৩৮ ইউরোতে মেসেজ ৬১) এবং ডলারে ৬.২৫ (প্রতি ডলার ১১৫ টাকা, ৩.৭০ ডলারে মেসেজ ৬৮)। সুতরাং বুঝতেই পারছেন শুধু ডলারের ভাল রেসপন্স পাবেন অন্য কোন কারেন্সিতে রেসপন্স আসবে না বিষয়টি এমন না।
RM আর Dollar এর মধ্যে পার্থক্য কি?
RM এবং Dollar-এর মধ্যে মূল পার্থক্য হচ্ছে দুইটি ভিন্ন ভিন্ন দেশের মুদ্রা। রিংগিতের বিনিময় মূল্য থেকে ডলারের বিনিময় মূল্য বেশি। এছাড়া অনেকে বলেন ডলারে রেসপন্স ভাল আসে রিংগিতে কম আসে, আসলে বিষয়টি আপেক্ষিক। ডলারেও রেসপন্স খারাপ আসে অ্যাড কোয়ালিটি, কনটেন্ট, টার্গেটিং ঠিক না হলে। আসলে আমরা ডলার নিয়ে চর্চা বেশি করি তাই এমনটা মনে হয়। নিচের ছবিটি দেখুন তাহলে আপনি সহজে বুঝতে পারবেন।
আমাদের রয়েছে ৫ বছরের অধিক সময় ধরে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করার অভিজ্ঞতা। আপনার বিজনেসের ব্রান্ডিং, অনলাইনে বিজ্ঞাপন দেওয়া, প্রোডাক্ট ফটোগ্রাফি, এসইও সহ ডিজিটাল মার্কেটিং সেবা পেতে আমাদের সরাসরি মেসেজ করুন অথবা কল করুন।
About us and this blog
We are a digital marketing company with a focus on helping our customers achieve great results across several key areas.ABS
Request a free quote
We offer professional SEO services that help websites increase their organic search score drastically in order to compete for the highest rankings even when it comes to highly competitive keywords.
Subscribe to our newsletter!
More from our blog
See all postsRecent Posts
- ডিজিটাল বিজনেস আইডেনটিফিকেশন (DBID) February 8, 2022
- আমরা কুপন ব্যাবহার করি না February 4, 2022
- ফেসবুকের পেমেন্ট মেথড নিয়ে কিছু জানা-অজানা তথ্য February 4, 2022