ওয়েবসাইটে SEO সার্ভিস কেনো প্রয়োজন- SEO শব্দটি আমরা কম বেশি অনেকেই শুনেছি। কিন্তু আমরা অনেকেই আছে যারা এখনো SEO কি SEO এর গুরুত্ব কতটুকু জানি নাহ।
তাদের জন্যই আজ এই কন্টেন্টি লিখা।
SEO কি ? ওয়েবসাইটে SEO সার্ভিস কেনো প্রয়োজন ?
SEO অর্থাৎ Search Engine Optimization বলতে বুঝায় যে কোন ওয়েবসাইট এবং তার কি ওয়ার্ডকে Ranking এ আনার কৌশাল বা পদ্ধতিকে SEO বা Search Engine Optimization বলে। সোজা বাংলায় বলতে গেলে, আমরা যে কৌশালের মাধ্যমে কোনো ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের একেবারে উপরে নিয়ে আসি তাকেই SEO বা Search Engine Optimization বলে।
SEO বা Search Engine Optimization এর প্রকারভেদঃ
SEO কে তিন ভাগে ভাগ করা হয়েছেঃ
১। ব্লাক হ্যাট SEO
2। হোয়াইট হ্যাট SEO
3। গ্রে হ্যাট SEO
ব্লাক হ্যাট SEO :
যে কৌশাল বা পদ্ধতির মাধ্যমে Search Engine কে ধোকা দিয়ে বা বোকা বানিয়ে কোন পেজ কে রেংকিং বা র্যাংক করাকে ব্লাক হ্যাট SEO বলে।
ব্লাক হ্যাট SEO করার কিছু পদ্ধতিঃ
- ইনভিজিবাল আর্টিকেল
- ডুব্লিকেট কন্টেন্ট
- ডোরওয়ে পেজ
- কিওয়ারড স্টাফিং
- পেইড বেক লিংক
কিন্তু আপনাদের জানিয়ে রাখা ভাল যে, ব্লাক হ্যাট SEO আপনার ওয়েবসাইটের জন্য অনেক সময় বিপদ জনক হয়ে উঠতে পারে। কারন এই পদ্ধতিতে অনেক সময় স্পামিং করা হয়, যার কারনে এটা আপনার ওয়েবসাইটকে ক্ষতিগ্রস্থ বা নষ্ঠ ও করে দিতে পারে।
হোয়াইট হ্যাট SEO:
Search Engine কে কোনো ধোকা না দিয়ে সঠিক ওয়ে বা পদ্ধতি ব্যবহার করে Search Engine এ কিওয়ার্ড র্যাংক করার পদ্ধতিকেই হোয়াইট হ্যাট SEO বলে।
হোয়াইট হ্যাট SEO কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছেঃ
- On Page SEO
- Off Page SEO
On Page SEO:
কোনো ওয়েবসাইটকে বিভিন্ন Search Engine এ র্যাংকে আনার জন্য যেসব কাজ করা হয় তাকেই On Page SEO বলে।
On Page SEO কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছেঃ
- টেকনিকাল SEO
- পেজ অপ্টিমাইজেশন SEO
On page SEO এর জন্য যে কাজগুলো করতে হয়ঃ ওয়েবসাইটে SEO সার্ভিস কেনো প্রয়োজন
- Title, Keyword, Description
- Domain, Domain name, Domain Address/ URL
- HTML tag H1, H2, H3
- Do Follow, No Follow
- Keyword Research
- Website Analysis
- Content Optimization
Off Page SEO:
কোনো ওয়েবসাইটের প্রচারের জন্য যখন ঐ ওয়েবসাইটের লিঙ্ক বিভিন্ন ওয়েবসাইটের শেয়ার করা এবং লিঙ্ক বিল্ডিং করাকেই Off page SEO বলে।
Off page SEO এর জন্য যে কাজগুলো করতে হয়ঃ ওয়েবসাইটে SEO সার্ভিস কেনো প্রয়োজন
- ব্লগ কমেন্টিং
- ফরাম পোস্টিং
- আর্টিকেল সাবমিশন
- সোশাল বুক মার্কিং
- রিভিউ সাবমিশন
- পি ডি এফ সাবমিশন
- ভিডিও সাবমিশন
- ইমেজ সাবমিশন
- ডিরেক্টরি সাবমিশন
- গেস্ট পোস্ট
- ইমেইল মার্কেটিং
গ্রে হ্যাট SEO:
ব্লাক হ্যাট SEO এবং হোয়াইট হ্যাট SEO এর সংমিশ্রনে যে পদ্ধতিতে search engine এ ওয়েবসাইটকে র্যাংকে আনা হয় সেই পদ্ধতি বা কৌশলকেই গ্রে হ্যাট SEO বলে।
ভিজিটর বা ট্রাফিকের উপর ভিত্তি করে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছেঃ
- অরগানিক SEO
- নন-অরগানিক SEO
অরগানিক SEO:
One page SEO এবং Off page SEO ই হচ্ছে অরগানিক SEO। বৈধ পদ্ধতি বা বৈধ উপায়ে কোনো ওয়েবসাইটে ভিজিটর বা ট্রাফিক নিয়ে আসার প্রসেস বা প্রক্রিয়াকে অরগানিক SEO বলে।
নন-অরগানিক SEO:
এটা একটা পেইড পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে খুব দ্রুত ট্রাফিক আনতে পারবেন ।
এতক্ষুন তো আমরা জানলাম SEO কি এবং তার প্রকারভেদ। তাহলে আসুন এবার জানা যাক ওয়েবসাইটে SEO সার্ভিস কেন প্রয়োজনঃ
আপনি কি জানেন একটি ওয়েবসাইটের জন্য SEO কতটা গুরুত্বপূর্ন ? ওয়েবসাইটে SEO সার্ভিস কেনো প্রয়োজন
আমরা অনেকেই এটা জানি না যে, ওয়েবসাইটে SEO করালে তার উপকারিতা কি বা কতটুকু। আমরা এটা সবাই জানি যে, ইন্টারনেট প্রচারের গুরুত্ব অপরিসীম।
এটা কি জানি যে, ইন্টারনেট প্রচারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের গুরুত্ব কতটুকু ? ওয়েবসাইটে SEO সার্ভিস কেনো প্রয়োজন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে আমরা প্রচারের প্রধান বাহক বলে থাকি।
ধরুন আপনার একটি জুয়েলারির দোকান আছে। ঐ টা শুধু আপনি আর আপনার বন্ধু-বান্ধব এবং আশেপাশের কিছু লোক জন জানেন আর কেউ জানে নাহ।
এই ক্ষেত্রে আপনি রাস্তায় রাস্তায় পোস্টার টানাতে পারেন, ব্যানার, লিফলেট ব্যবহার করতে পারেন। এছাড়াও ফেসবুকে বিজ্ঞাপন এবং টেলিভিশনে বিজ্ঞাপন দিতে পারেন। এতে করে হয়তো এদেশের মানুষের কাছে পৌছে যাবে যে আপনার এই লোকেশনে একটা জুয়েলারি সপ রয়েছে। কিন্তু ইন্টারনেশনাল এর ক্ষেত্রে আপনার সপ কিন্তু অজানাই রয়ে গেলে।
ইন্টারনেটে যখন search দেয়া হবে Best Jewellery shop in BD তখন কিন্তু আর আপনার দোকানের নাম আসবে নাহ যদি ঐ Search Engine এ আপনার দোকানের নাম SEO করা না থাকে।
তাই ওয়ার্লড ওয়াইড সবার কাছে আপনার Shop বা দোকানের নাম পৌছে দিতে SEO বা Search Engine Optimization এর গুরুত্ব অপরিসীম।
যে কোনো প্রতিষ্ঠানেরই লক্ষ থাকে তার প্রতিষ্ঠানকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তার সেবাকে সবার কাছে পৌছে দেয়া। আপনি এখন আপনার প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট খুলে Search Engine এ আপনার প্রতিষ্ঠানের
পুরো ডিটেইলস মার্জিত ভাবে বর্ননা করে দিয়ে SEO এর মাধ্যমে Search Engine এর প্রথম পাতায় আপনার ওয়েবসাইটকে টপ র্যাংকে নিয়ে আসতে পারবেন।
এতে করে আপনার ওয়েবসাইটের ট্রাফিক বা ভিজিটর অনেক বৃদ্ধি পাবে।
এর ফলে প্রতিষ্ঠানের ব্যবসা অনেক উন্নতি অগ্রসর হবে।
SEO আপনি সব ধরনের পেশায় ব্যবহার করতে পারবেন, এমনকি নিজেকে সবার কাছে উপস্থাপন করতে ও আপনি SEO করতে পারবেন।
যেমন- আপনি একজন ওয়েব ডেভলপার অথবা আপনি একজন ডাক্তার আপনি এখন আপনার জনপ্রিয়তা বৃদ্ধি বা বাড়তে চান। এই ক্ষেত্রে আপনি SEO ব্যবহার করে খুব সহজেই আপনার জনপ্রিয়তা বৃদ্ধি করতে পারবেন।
উপর্যুক্ত আলোচনা থেকে বোঝাই যাচ্ছে যে, SEO বা Search Engine Optimization এর গুরুত্ব কতটুকু এবং ওয়েবসাইটে SEO সার্ভিস কেন প্রয়োজন।
বাংলাদেশে অনেক SEO provider company রয়েছে।
কিন্তু তাদের ভিতর “Shopno Career IT” Digital Marketing & SEO ইন্ড্রাস্টির ভিতর অন্যতম।