ফেইসবুকে লিংক শেয়ার: এখনি আপনি আপনার সোশ্যাল মিডিয়ার লিংক শেয়ার করুন আর দেখুন কিভাবে আপনার পেইজ ২ ঘন্টায় ভাইরাল হয়ে যায়। এর পর আপনার পেইজের মেসেজ অপশনে গিয়ে দেখুন মেসেজে ভরপুর হয়ে রয়েছে। আপনি কোনটা রেখে কোনটার রিপলাই দিবেন ঠিক বুঝতেছেন নাহ।
সিরিয়াসলি ম্যান? আপনারও কি তাই মনে হয়?
একটু ভাবুন তো এতোটাই সহজ!! শুধুমাত্র লিঙ্ক শেয়ারকেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে?
কখনোই নাহ শুধু ফেইসবুকের লিঙ্ক শেয়ার করলেই সেটা সোশ্যাল মিডিয়া মার্কেটং হয়ে যাবে নাহ।
তাহলে আসুন জানা যাক আমাদের ঠিক কি কি করনীয়ঃ ফেইসবুকে লিংক শেয়ার
১। যে বিষয়ের উপর আপনি মার্কেটিং করবেন প্রথমত সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায়তে আপনি নিজেকে প্রভাবশালী করে গড়ে তুলুন।
২। আপনি যখন মার্কেটিং কববেন আপনাকে অবশ্যই কোন একটা টেকনিক অবলম্বন করেই মার্কেটিং করতে হবে। তা না হলে সারা পাবেন নাহ।
৩। কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট নাহ হলে সেটা আপনার গ্রাহক বা ক্লাইন্ট স্কিপ করে বা না পড়ে চলে যাবে। এমন ভাবে কন্টেন্ট বা ব্লগ গুলো লিখতে হবে যেন সেটা আপনার ক্লাইন্টকে আকৃষ্ট করে।
৪। মার্কেটিং পরিকল্পনা করার আগে, আপনার টার্গেটিং ক্লাইন্ট খুজে বের করুন।
৫। আপনার টার্গেন্টিং ক্লাইন্টের চিন্তাভাবনা এবং চাহিদা গুলো রিসার্স করে আপনার কম্পানির গোল বা পরিকল্পনা সেট করুন।
৬। দিনের শেষে অর্থাৎ সন্ধার দিকে পোস্ট করুন, এতে লাইক কমেন্ট বেশি পাবেন। কারন এই সময়টাতে সবাই অফিস থেকে বাসায় ফিরে। আর এটাই পার্ফেক্ট সময় পোস্ট করার জন্য, এই সময়টাতেই সবাই তার পার্সোনাল লাইফে প্রবেশ করে।
৭। পেইজে এমন ভাবে পোস্ট করতে পারেন যেন গ্রাহকের আপনার উপর আস্থা বাড়ে। সেই ক্ষেত্রে নিজেকে রেফারেন্স দিয়ে পোস্ট করতে পারেন। যেমনঃ “ আমি বিশ্বাস করি #Foresight_IT একটা সময় বাংলাদেশের সেরা #Digital_Marketing কম্পানি হবে।