ফেসবুক পেজ খোলার নিয়ম- বর্তমান অনলাইন বাজারে ফেইসবুকের গুরুত্ব কতটুকু তা আমরা সবাই জানি। কিন্তু আমরা সবাই এটা জানি নাহ যে, ফেইসবুকে একটি ব্যবসয়িক পেইজ কিভাবে খুলতে হয়।
আপনি কি জানেন, ফেইসবুক মার্কেটিং এর ক্ষেত্রে সর্ব প্রথম ধাপ হচ্ছে ফেইসবুকে একটি বিজনেজ বা ব্যবসায়িক পেজ খোলা।
তাহলে আসুন আজ আলোচনা করা যাক যে ফেইসবুকে কিভাবে নিখুঁত ভাবে একটি ব্যবসয়িক পেইজ খুলতে হয়ঃ ফেসবুক পেজ খোলার নিয়ম
ক্যাটাগরি সিলেক্টঃ
প্রথমে ফেইসবুক পেজের জন্য ক্যাটাগরি সিলেক্ট করুন। যেমনঃ Local Business, Brand, Band, public Figure, Community etc.
কম্পানির বিস্তারিত বর্ননাঃ ফেসবুক পেজ খোলার নিয়ম
সংক্ষিপ্ত আকারে আপনার পেজ সম্পর্কে বর্ননা করুন।আপনার কম্পানির ওয়েবসাইট থাকলে এখানে আপনার ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিতে পারেন।
পেজ সেটিংসঃ
এরপর আপনার পেজের পছন্দ বা বিজ্ঞাপনের কথা জিজ্ঞেস করবে। চাইলে আপনি এগুলো সিঙ্গেল সিঙ্গেল ভাবে সিলেক্ট বা অ্যানসার করতে পারেন অথবা স্কিপ মেরেও চলে যেতে পারেন। এবার আপনার পেজটি ওপেন হবে এবং দেখতে পাবেন পুরো পেজটি খালি। এর কারন হচ্ছে আপনার পেজটি পাবলিশ করা অবস্থায় আছে। আপনি যদি চান যে আপনার পেজকে পাবলিশের পূর্বে আপনার পেজকে পাবলিক না করে প্রাইভেট করতে সেই ক্ষেত্রে সেটিং এ গিয়ে পেজ ভিজিবিলিটি অপশনে গিয়ে পরিবর্তন করে নিন। তবে একটি জিনিস মনে রাখবেন বর্তমান ফেইসবুক আপডেটে একবার প্রাইভেট করলে সেটা আর পাবলিক করতে পারবেন নাহ। কিভাবে নোটিফিকেশন পেতে চান সেটি নির্ধারন করুন।
পেজ সেটিংস এর সব চেয়ে গুরুত্বপূর্ন অংশ হচ্ছে যে, আপনি যদি ব্যস্ত থাকেন এবং পেজে নিজে সময় দিতে না পারেন সেই ক্ষেত্রে অন্য কাউকে পেজের যে কোনো একটা রোল করে দিতে পারবেন।
প্রফাইল পিকচার সেট করুনঃ
প্রফাইল পিকচারটি এমন হতে হবে যে, প্রফাইল পিকচারের মাধ্যমে আপনার পেজের পুরো ব্যপারটা ফুটে ওঠে।
কভার পিকচার সেট করুনঃ
পেজের কভার ফটোটা এমন হতে হবে যেন আপনার পেজের সার্ভিসের পুরো ব্যপারটা ফুটে ওঠে।
এবাউট সেকশনঃ
এখানে আপনি আপনার পেজ বা পেজের সার্ভিস সম্পর্কে বিস্তারিত বর্ননা করতে পারেন। এবং আপনার কম্পানি ওয়েবসাইট লিঙ্ক, মোবাইল নাম্বার, ইমেইল ও কম্পানির ঠিকানা দিতে পারেন।
কল টু একশনঃ
ওয়েবসাইটের ভিজিটর বৃদ্ধির জন্য এই বাটনটি ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি নানান ধরনের বাটন যুক্ত করতে পারবেন। যেমন- Sign Up, Book Now, Shop Now, Contact Us.
URL নির্দির্স্ট করনঃ
ফেইসবুআপনার পেজের জন্য একটা URL দিয়ে থাকে। কিন্তু সেটা নির্দিস্ট URL নয়। আপনি চাইলে আপনার মত করে একটি URL বানিয়ে নিতে পারবেন। এতে আপনার গ্রাহকের আপনার পেজ খুজতে সহজ হবে। ফেসবুক পেজ খোলার নিয়ম জেনে নিলেন।
উপরোক্ত পদ্ধতিগুলো ব্যবহার করে যদি আপনি একটি ফেইসবুক পেজ বানিয়ে থাকেন তাহলে সেই পেজকে একটি প্রফেশনাল বিজনেস বা ব্যবসায়িক পেজ বলা যাবে।