আপনি কি জানেন গুগোল সোর্স অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ফেসবুক ইউজার বা ব্যবহারকারীর সংখ্যা কতোজন ?
মার্চ ২০২০ এ গুগোল অনুযায়ী বাংলাদেশে ফেসবুক ইউজারের সংখ্যা ৩ কোটি ৭৯ লাখ ১২ হাজার, যা বাংলাদেশের জনসংখা অনুযায়ী ২২.২%। এবং তাদের ভিতর ৭১.৬% হচ্ছে ছেলে আর বাকি ২৮.৪% হচ্ছে মেয়ে। এবং ১৮ থেকে ২৪ বছর বয়সি ইউজারদের group হচ্ছে সবচেয়ে বড় group, যার সংখা ১ কোটি ৬১ লাখ।
আপনি কি জানেন মার্কেটিং করতে কি প্রয়োজন হয়…?
মার্কেটিং করার জন্য প্রয়োজন হয় লোকজন, যা আপনি সহজেই ফেসবুকের ভিতর পেয়ে যাবেন। একটা সময় ছিল যখন আমরা রাস্তায় রাস্তায় মাইকিং করে কম্পানির প্রচার করতাম এবং অনেক লোকদের কাজে লাগিয়ে দিতাম যেন তারা পাবলিকের কাছে গিয়ে গিয়ে কম্পানির মার্কেটিং প্রচার করে অথবা কোন ইভেন্টের খবর জানিয়ে দেয়।
কিন্তু এই ২০২০ সালে এসে এতো কিছুর আর প্রয়োজন হয় নাহ। আপনি ঘরে বসেই এখন এই কাজ করে ফেলতে পারবেন।
কিভাবে ফেসবুক group আপনার উপকার করবে ?
আপনি চাইলেই আপনার ফেসবুক group কে আপনার কম্পানি মার্কেটিং এর কাজে ব্যবহার করতে পারেন। শুধু ফেসবুক group এ একটা পোস্ট করবেন আপনার group এর সব member আপনার নিউজটি পেয়ে যাবে। অথবা যদি একটা ইভেন্ট খুলে রাখেন তাহলে আপনার ইভেন্টের কাজ এখানেই করে ফেলতে পারবেন।
আপনাকে আর আলাদা করে রাস্তায় রাস্তায় গিয়ে মাইকিং করে বেড়াতে হবে নাহ।
আপনি চাইলে আপনার group member দের জন্য pool create করতে পারেন।
এতে করে আপনি জানতে পারবেন যে কার কি জানার ইচ্ছা।
Group কে একটিভ রাখতে আপনি quiz বানাতে পারেন এবং quiz এ যে জিতবে তাকে উপহার দিতে পারেন। এতে করে আপনার group member দের আপনার group এর প্রতি একটি আলাদা আগ্রহ বাড়বে।
আপনি একটা বিজনেস group খুলে এখানে আপনার group member দের ও সুযোগ করে দিবেন যেন তাদের বিজনেজ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা group এ পোস্ট করে এবং কমেন্টে বক্সে আপনি তাদের প্রশ্নের উত্তর দিয়ে help করবেন।
এতে করে আপনারই লাভ, কারন আপনার group মেমবারদের একটা ধারনা হবে যে, আপনার group এ যদি তারা কোন হেল্প চাওয়া হয় তাহলে তারা সেটার solve পায়। যার ফলে পরবর্তীতে সবাই জানতে পারবে যে আপনার group বিজনেস রিলেটেড সব ধরনের হেল্প পাওয়া যায়। এবং ফলস্রূতিতে আপানার group মেমবার অনেক বৃদ্ধি পাবে।
এছাড়াও আপনি দেখতে পাবেন যে, কিছু কাজের জন্যও পোস্ট করা হবে, যেমন- তার ওয়েবসাইট বানানো দরকার অথবা সে বুস্ট করার জন্য সব চেয়ে ভাল কম্পানির সাজেশন চাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে আপনার কম্পানির ওয়েবসাইটের লিঙ্ক অথবা ফেসবুক পেজটি মেনশন করে দিতে পারেন।
এতে করে আপনার কম্পানির ক্লাইন্টের সংখ্যাও বাড়বে।
তাহলে আপনারা এখন বুজতেই পারছেন যে, ফেসবুকে বিজনেজ গ্রউপের উপকারিতা কতটুকু।