ফেসবুক মার্কেটপ্লেস কি?
ফেসবুক মার্কেটপ্লেস হল ফেসবুকের এমন একটি প্লাটফর্ম যেখানে ছোট ছোট বিক্রয় কারীদের তাদের টার্গেটের সম্ভাব্য ক্রেতাদের সাথে যুক্ত করার জন্য একটি প্লাটফর্ম।ফেসবুক মার্কেটপ্লেসের ধারনাটি হল আপনি আপনার লোকেশনের আশে পাশের মানুষের কাছে সহজে আপনার পন্যটি যেন দেখাতে পারেন, এবং সেই পন্যটি যেন সহজে বিক্রি করতে পারেন।এই সেবাটি আপনি আপনার আকাউন্ট ব্যাবহার করে করতে পারবেন।
ফেসবুক মার্কেটপ্লেস কি ফ্রি?
হ্যা, ফেসবুক মার্কেটপ্লেস একদম ফ্রি। ফেসবুক মার্কেটপ্লেস ব্যাবহার করার জন্য আপনাকে কোন ফি বা সার্ভিস চার্জ দিতে হবে না।এবং আপনি ফ্রিতে ফেসবুক মার্কেটপ্লেস ব্যাবহার করে আপনার ব্যাবসা বাড়াতে পারেন।
আমি কি ভাবে ফেসবুক মার্কেটপ্লেস ব্যাবহার করব?
ফেসবুক ব্যাবহারের কিছু ধাপঃ-
১। প্রথমে আপনার আকাউন্টে লগিন করুন।
২।আপনার আকাউন্টের উপরের ডান দিকে দেখুন
৩।মার্কেটপ্লেস এ ক্লিক করুন
৪।সেল বাটনে ক্লিক করুন
৫।আপনার প্রোডাক্টের টাইটেল, দাম এবং ক্যাটাগরি সিলেক্ট করুন
৬।তার পর এড ফটো বাটনে ক্লিক করুন এবং আপনার প্রোডাক্টের পিকচার দিন
৭। আপনি চাইলে এড ভিডিও বাটলে চাপ দিয়ে ভিডিও আপলোড করতে পারেন।
৮।এবার পাবলিশ বাটনে চাপ দিয়ে আপনার প্রোডাক্ট লিস্টিং সম্পন্ন করুন
ফেসবুক মার্কেটপ্লেস কি ভাবে সেল করে?
আমাদের বাংলাদেশের জন্য ফেসবুক মার্কেটপ্লেস এখনো শিপিং সার্ভিস এ্যাবেলেবল করেনি।
তাই আমরা যখন ফেসবুক মারকেতপ্লেসে প্রোডাক্ট লিস্টিং করব তখন আমরা এই ২টা অপশন ব্যাবহার করতে পারি পারি একটি হল পিক-আপ আর অন্যটি ড্রপ-আপ।আমাদের বাংলাদেশে আমরা বেশী ব্যাবহার করি ক্যাশ অন ডেলিভারি।
ফেসবুক মার্কেটপ্লেস পেমেন্ট মেথোড
ফেসবুক মার্কেটপ্লেসে ফেসবুকের একটা পেমেন্ট মেথোড আসে যদি ও পেমেন্ট মেথোড সার্ভিসটি বাংলাদেশের ব্যাবহারকারীদের জন্য এখন ওপেন করেনি।এই সেবা শুধু আমেরিকা ও ইউরোপের ব্যাবহার কারিদের জন্য।তাই আমরা বাংলাদেশ থেকে ফেসবুক মার্কেটপ্লেস ব্যাবহারে আমরা আমাদের দেশের পাবলিক পেমেন্ট মেথোড ব্যাবহার করে থাকি। আমরা আমাদের পন্য কেনা বেচার ক্ষেত্রে আমরা কাস্টমারের সাথে ম্যাসেজ বা ফোনে কথা বলে পেমেন্ট মেথোড ব্যাবহার করি।
ফেসবুক মার্কেটপ্লেস ব্যাবহারের সুবিধা
ফেসবুক মার্কেটপ্লেসে অনেক সুবিধা রয়েছে নিম্নে বর্ননা করা হল।
১.ফেসবুক মার্কেটপ্লেস ফ্রি
২.ফেসবুক মার্কেটপ্লেসে রেজিস্টেশনের ঝামেলা নেই
৩.ফেসবুক মার্কেটপ্লেসে লিস্টিংয়ের জন্য টাকা লাগে না
৪.যত খুশি লিস্টিং করা যায়
৫.মানুষের কাছে প্রোডাক্ট লিস্ট সহজে পৌছে দেয়া যায়
৬.প্রোডাক্টের এড দিয়ে বিক্রি বারানো যায়
৭.অর্ডার ম্যানেজ করা যায় সহজে
ফেসবুক মার্কেটপ্লেস ব্যাবহারের অসুবিধা
১.আন-সেইফ মিট-আপ
২.পেমেন্ট প্রোটেকশন নাই
৩.পন্য নিজের কাছে রেখে বিক্রি করতে হয়
৪.প্রত্যেক্টা অর্ডার আলাদা আলাদা দিতে হয়
ফেসবুক মার্কেটপ্লেস কি ভালো ব্যাবহারের জন্য
ফেসবুক মার্কেটপ্লেস ভালো হল লোকালি ব্যাবহারকারিদের জন্য। যারা এরিয়া ভিত্তিক ব্যাবসা করতে চায়।বর্তমানে বাংলাদেশের ব্যাবহারকারিদের জন্য ফেসবুক মার্কেটপ্লেস থেকে কোন কিছু কেনা কাটা করলে চার্জ দিতে হয় না,কিন্তু ইউরোপ আমেরিকার ব্যাবহারকারিদের ৫% চার্জ দিতে হয় প্রত্যেক প্রোডাক্ট বিক্রির জন্য।ফেসবুক মার্কেটপ্লেস ভালো হল ছোট ছোট ব্যাবসায়িকদের জন্য। যারা অল্প পুজিতে ব্যাবসা করতে চায়। ফেসবুক মার্কেটপ্লেসে আপনি আপনার আরিয়ার ঐতিহ্যবাহি প্রোডাক্ট গুলা বিক্রি করতে পারেন।
কখন আপনি ফেসবুক মার্কেটপ্লেস ব্যাবহার করতে পারবেন
ফেসবুক মার্কেটপ্লেসে আকাউন্ট খোলার জন্য প্রথমে আপনার বয়স হতে হবে ১৮ বছর।এবং মার্কেটপ্লেস অপশনটি আপনার একাউন্টে এনেভল হওয়ার জন্য আপনার ফেসবুক একাউন্টের বয়স কমপক্ষে ৩০ দিন হতে হবে।
ফেসবুক মার্কেটপ্লেস কি ইকমার্স
ফেসবুক শপ ডিজাইন করা হয়েছে ইকমার্স ব্যাবসার মালিকদের জন্য এবং ফেসবুক মার্কেটপ্লেস নিয়ে এসেছে ইকমার্স শুধু সিঙ্গেল বিক্রি কারিদের জন্য।এবং ফেসবুক মার্কেটপ্লেস ডিজাইন করা হইছে যারা শুধু ব্যাবসা করতে চায় একটা নির্দিস্ট এরিয়ায়ের জন্য।এবং ফেসবুক মার্কেটপ্লেস একটি মিলন-মেলা যেখানে ব্যাবহারকারিরা এসে খুজবে পন্য এবং রেজাল্ট দেখাবে তার লোকেশনে বিক্রি করা সেলারদের প্রোডাক্ট গুলা।
কি ভাবে ফেসবুক মার্কেটপ্লেস থেকে টাকা কামাবেন
আপনি চাইলে খুব সহজে ফেসবুক মার্কেটপ্লেস ব্যাবহার করে টাকা কামাতে পারেন। আপনি চাইলে আপনার ঘরে থাকা পুরানো পণ্য ফেসবুক মার্কেটপ্লেসে লিস্টিং করে বিক্রি করে টাকা কামাতে পারেন।
আপনি চাইলে এই প্লাটফর্ম ব্যাবহার করে ড্রপশিপিং এর মাধ্যমে অন্যের প্রোডাক্ট বিক্রি করে টাকা কামাতে পারেন। এটা এমন একটা প্লাটফর্ম যেখানে আপনি খুব সহজে আপনার কাছে থাকা পণ্য বিক্রি করে টাকা কামাতে পারেন।
ফেসবুক মার্কেটপ্লেসে প্রতারনা
কিছু কিছু চক্র আছে যারা এই ফেসবুক মার্কেটপ্লেস প্লাটফর্ম ব্যাবহার করে মানুষের সাথে প্রতারনা করতেছে।অনেক সময় আপনি দেখবেন তারা প্রোডাক্ট লিস্টিং করছে ১ টাকা মূল্য দিয়ে যখন আপনি তাদের পন্য কিনার জন্য মেসেজ দিবেন তখন দেখেবেন এই পন্যের দাম তারা মন মত আপনার কাছে চাইতেসে এবং আপনাকে বলবে তারা বিকাশ,নগদে কিছু অগ্রীম টাকা পাঠানোর জন্য যখন আপনি তাদের টাকা দিবেন তখন তারা আপনার আইডি ব্লক করে দিবে।এবং আপনি তাদের সাথে কোন ভাবে যোগাযোগ করতে পারবেন না।আবার কিছু কিছু ক্ষেত্রে তারা লোকেশন দিবে আপনাকে এবং বলবে ঐটা তাদের বিজনেস লোকেশন কিন্তু আসলে তাদের কোন লোকেশন নেই। আবার অনেকে ফেসবুক মার্কেটপ্লেস ব্যাবহার করে মোবাইল ফোন বেচা-কেনা করেন তারা সব থেকে বেশী প্রতারনার শিকার হন।
তারা যখন ফেসবুক মার্কেটপ্লেস থেকে মোবাইল কিনেন তখন তাদের কে ডকোমেন্ট হিসেবে এন আই ডি কার্ড দিয়ে দেয়া হয় অনেক সময় দেখে যায় তারা যে এনা-আই-ডি কার্ডটি আপনাকে দিয়েছে তার সব ইনফরমেশন ভুল এবং নকল। আসলে ফেসবুক মার্কেটপ্লেস থেকে কোন পণ্য কেনার আগে যার থেকে কিনতেসেন তার আসল পরিচয় যেনে নিন।এবং পণ্যের গুনগত মান ঠিক আসে কিনা তা দেখে পন্য কিনুন ।