ফেসবুক মার্কেটিং টিপস: ফেসবুক নামটি শুনেছেন??
এটা যদি এখন এই ২০২০ সালে এসে কাউকে জিজ্ঞেসা করেন কি মনে সে আপনাকে তখন কি উত্তর দিবে।
আসলেই এটা শুনতে আসলেই হাস্যকর লাগে। বর্তমান এই বিশ্বে কোন লোকই বা ফেসবুকের সাথে পরিচিত নাহ।
এখন আসল কথায় আসি আপনি আপনি কি জানেন বর্তমানে একজনের ফেসবুক আইডি চেক করলেই বলে দেয়া যাবে যে ইউজারের পছন্দ কি, তার এটটিউড কেমন, তার চিন্তা ভাবনা কি ধরনের।
আপনি হয়তো যেনে থাকবেন বর্তমানে ফেসবুক যতনা পার্সোনাল কাজে ব্যবহৃত হচ্ছে তার চেয়ে প্রফেশনাল কাজে বেশি ব্যবহৃত হচ্ছে।
বর্তমানে অনেক কম্পানি নাম করেছে এই ফেসবুকের মাধ্যমেই। তার মানে বোঝাই যাচ্ছে ফেসবুকে মার্কেটিং চাহিদা দিনে দিনে বেড়েই চলেছে।
আপনি যদি ঠিক করে থাকেন যে আপনি ফেসবুকে মার্কেটিং করতে চাচ্ছেন তাহলে আপনি ঠিকই ভেবেছেন।
এবং এই ব্লগটি ঠিক আপনার জন্যই লেখা। আপনি কি ফেসবুকের এলগরিদম সম্পর্কে জানেন। ফেসবুক ঠিক কিভাবে কাজ করে এই সম্পর্কে আপনার কোন ধারনা আছে??
না জানা থাকলে নিচের এই ব্লগটি পড়তে পারেনঃ ফেসবুক মার্কেটিং টিপস
ফেসবুক মার্কেটিং এর গুপ্তরহস্য, মার্কেটিং করতে এসে আপনি কি করবেন আর কি করবেন না।।সোশ্যাল মিডিয়া মার্কেটিং
বর্তমান সময়ে দেখবেন ভিডিও, GIF, ইমেজ, text with color Background, text content এগুলোই বেশি নিউজফিডে শো করে।
এছাড়াও দেখবেন বর্তমানে ফ্যান পেজের চেয়ে group এর পোস্ট গুলো বেশি শো করে।
এবার আসি এঙ্গেজমেন্টের কথায়, আপনি একজন মার্কেটার হিসেবে প্রথমে আপনার যেটা নজর দিতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে পোস্টে কমেন্ট এবং শেয়ার বাড়াতে হবে। এরপর লাইক এবং রিয়েকশনে নজর দিতে হবে। তাহলেই আপনার পোস্টে ভাল রিচ আসা করা যাবে।
তবে একটা জিনিস নাহ বললেই নাহ প্রত্যেকটি জিনিসেরই একটা ইন্ড গোল রাখতে হবে সে বারানোর জন্য।
এই ক্ষেত্রে আপনি ভাল রেজাল্ট পেতে কোন মার্কেটিং কম্পানির সাথে কথা বলে কাজ করিয়ে নিতে পারেন। ভাল কোনো মার্কেটিং কম্পানি আপনাকে খুব সহজ কোনো আইডিয়া বা কাজ করে দিতে পারবে আপনি কম খরচে কিভাবে আপনার সেল বাড়াতে পারবেন।
আপনি চাইলে Shopno Career IT এর সাথে যোগাযোগ করতে পারেন।
তারা আপনার পেজকে প্রফেশনাল ভাবে তৈরি করে দেয়া শুরু করে আপনার কম্পানির সেল বাড়িয়ে দেয়ার সামর্থ রাখবে।