##সফল হওয়ার উপায়
আপনি হয়তো কোন কিছু অর্জন করতে চান ,নয়তবা কোন নির্ধারিত লক্ষ্যে সফল হতে চান !কিন্তু খুব তারাতারি হতাশ হয়ে যাচ্ছেন , অল্প কাজের পরই সফলতার আশা করছেন,পরবর্তীতে যখন তা পাচ্ছেন্ না – তখন কাজের আগ্রহ হারিয়ে ফেলছেন ।
এই সমস্যায় আমরা কম বেশি সবাই সম্মুখীন হয়ে থাকি , কিন্তু কথায় আছে
“Patience, persistence and perspiration make an unbeatable combination for success”
-Napoleon Hill
আর তাই সমাধান এর পথ হিসাবে আজকে আলোচনা করতে চাই সফল হবার কিছু পূর্ব শর্ত নিয়ে –
স্বপ্নঃ
একটি কাজ করার পূর্বে কাজটি ঘিরে আপনার কিছু স্বপ্ন থাকতে হবে, ঘুমিয়ে দেখা স্বপ্ন নয় বরং যা আপনার ঘুম কেরে নিবে ! আপনি যদি চাঁদে যাওয়া নিয়ে স্বপ্ন না দেখেন তবে তা বাস্তবে কিভাবে সাধন করবেন ?
মনের মধ্যে স্বপ্ন বুনার সাথে সাথে মস্তিষ্কে পরিকল্পনার ছক আকাটা ও কিন্তু আবশ্যক।
লক্ষ্যঃ
আপনি যখন কোন কাজ করতে যাবেন প্রথমে একটি লক্ষ্য স্থির করে নিন , খুব ভাল মত ভেবে চিনতে তা ঠিক করুন এবং শেষ পরিনতি দেখার প্রতিজ্ঞা স্থির করুন ।
এতে করে আপনার কাজটি করা সহজতর হবে । কেননা লক্ষ্যই পারবে আপনাকে নিদিষ্ট গন্তব্যে পোঁছাতে । অন্যথায় ব্যাপারটা হবে কোন নিশানা স্থির না করে ছোঁরা গুলির মত !
প্রতিশ্রুতিঃ
যেকোনো কাজ করার পূর্বে অঙ্গীকার বদ্ধ থাকাটা খুব জরুলি ! ধরুন আপনি বিপদে সাহস না হারিয়ে তার মোকাবেলা করতে চান , কিন্তু আপনি নিজের এই প্রতিশ্রুতি রাখতে পারলেন না ! সেক্ষেত্রে আপনার এই চাওয়া কোন কাজে আসবেনা ! তার তাই প্রবাদবাক্য আছে
“Most people fail , Not because of lack of desire , but, because of lack of commitment .”
-( VINCE LOMBARDI )
সাধনাঃ
একটি কাজ নিয়ে আপনি স্বপ্ন দেখলেন , বাস্তবে তার জন্য লক্ষ্য স্থির করলেন এবং অঙ্গিকার বদ্ধ হলেন , কিন্তু আসল কাজটাই করলেন না ! অর্থাৎ সাধনা করলেন না তবে কি সেই কাজে সফলতা আশা করা যায়? স্বপ্ন পূরণে হাতিয়ারইতো সাধনা ! বার বার চেষ্টা করে যেতে হবে , এক সময় ঠিক সফলতা ধরা দিবে জালে ! তাইতো ছোট ছোট কাজ গুলো অবহেলা না করে চেষ্টা করে যেতে হবে !
পরিশ্রমঃ
পরিশ্রমই পারে আপনার ছোট ছোট কাজ গুল বড় করে তুলতে , আর তাই সাধনার সাথে শ্রম দেয়া প্রয়োজন !আপনি যখন কোন কাজকে সময় দিবেন , কাজকে সম্মান দিবেন , সেই কাজ আপনাকে তা ফেরত দিবে সফল হয়ে ! এটি পৃথিবীর নিয়ম যে “কষ্ট করলে – কেষ্ট মিলে “ !
বিশ্বাসঃ
“ আপনি কাজটি করতে পারবেন , আপনাকে দিয়েই সম্ভব “ নিজের প্রতি , নিজের কাজের প্রতি , কাজ করার ক্ষমতার প্রতি বিশ্বাস থাকা খুব দরকার ! এটি আপনাকে আপনার লক্ষ্যের আরও কাছে নিয়ে যাবে !
আগ্রহঃ
যে কাজে আপনার আগ্রহ নেই , তাতে সফলতা আশা করাটা বোকামি !
তাই কাজ করার সময় আগ্রহ নিয়ে কাজ করতে হবে ! এতে কাজ খুব কঠিন মনে হবেনা কিংবা বিরক্ত হয়ে মাঝপথে কাজ ছাড়ার ভয় ও নেই !
কাজের প্রতি আপনার মনোযোগ এর প্রভাব দেখতে পাবেন ফলাফলে !
সাহসঃ
কর্ম ক্ষেত্রে বাঁধা যেমন আসবেই , তেমনি সাহসের সাথেতা মোকাবেলা করার মন মানসিকতা তৈরি করতে হবে । রন ক্ষেত্রে যেমন বীর যোদ্ধার সাহসিকতা জয়ের নিশান ছিনিয়ে আনে , তেমনি সফলতার মুকুট পরিধানে আপনার দরকার সাহস ! পৃথিবীতে এমন কোন কাজ নেই , যাতে বাধার সম্মুখীন হতে হয় না , প্রয়োজন শুধু মোকাবেলা করার সাহসিকতা ।
সর্বশেষে বলতে চাই , কাজ যেমনই হোকনা কেন ,এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনার এবং সফলতার মধ্যখানের দূরত্ব টা দূর করা সম্ভব!
তবে আজ থেকে কোন কাজ শুরু করে দেখুন না , সফলতাকে মুঠো বন্দি করা যায় কি না?
পরবর্তি ব্লগঃ ফেসবুক মার্কেটিংঃ সফল হবার মূলমন্ত্রঃ পার্ট ১
#সফল হওয়ার উপায়
#সফল হওয়ার উপায়
#সফল হওয়ার উপায়