স্বপ্ন ক্যারিয়ার আইটি বাংলাদেশের অন্যতম সেরা একটি ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠান। আমরা আপনাদের স্বপ্ন পূরণ করাকে আমাদের লক্ষ্য বিবেচনা করে ডিজিটাল মার্কেটিং সেবা প্রদান করি। ওয়েবসাইট, সামাজিক যোগাযোগের মাধ্যম অর্থাৎ অনলাইন প্লাটফর্মে আপনার ব্যবসার প্রচার ও প্রসার ঘটানোর জন্য পণ্যের বিজ্ঞাপন দেওয়া, প্রোডাক্ট ফটোগ্রাফি, গ্রাফিক ডিজাইনের কাজ সহ সব সুবিধা পাচ্ছেন আমাদের কাছে এক ছাদের নিচে।

shopnocareerit@gmail.com
02-58054172

ডিজিটাল মার্কেটিং এর বিশাল প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। বিশাল প্ল্যাটফর্ম এবং সেরা ডিজিটাল মার্কেটিং প্রোভাইডার বলার পেছনের কারণ হচ্ছে আমরা জানি প্রফেশনালভাবে কিভাবে কাজ করতে হয়, কিভাবে লিড জেনারেট করতে হয়, কিভাবে সেল বাড়াতে হয়।

CLIENT'S REVIEW
  • স্বপ্ন ক্যারিয়ার আইটির ফেসবুক মার্কেটিং সার্ভিসে আমি খুবই সন্তুষ্ট-মাহমুদ হাসান  (উদ্যোক্তা)
  • সার্ভিস খুবই ভালো,এবং এটি ট্রাস্টেবল একটা প্রতিষ্ঠান বলে আমি মনে করি - সানবির ফারহান (উদ্যোক্তা)
  • স্বপ্নক্যারিয়ার সার্ভিস ভাল লেগেছে ট্রাস্টেবল সার্ভিস।- সাগর সরকার (লেডিস ফ্যাশন)
  • আমার পেজ খোলার পর থেকে আপনাদের সাথে আছি, আলহামদুল্লিয়াহ- মেহেদি হাসান (ফ্যাশন বাইক বিডি)।
  • স্বপ্ন ক্যারিয়ার আইটি ফেসবুক পেইজ প্রমোট ও বুস্টিং এর জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান।- ফারহানা সোনিয়া (উদ্যোক্তা)
  • এক কথায় অসাধারন- বৃষ্টি (বিউটি বক্স)

ফেসবুক মার্কেটিং আপনার যা জানা উচিত

মনে রাখবেন ফেসবুকে একটা বুস্ট করেই যদি সেল পাওয়া যায়, তাহলে বাংলাদেশের লাখও পেজ কোম্পানী আজ কোটিপতি হত। বিজনেস করতে হলে সবার আগে প্রয়োজন নিজস্ব প্ল্যান ও টেকনিক। যাঁদের প্ল্যানিং ভাল, স্ট্র্যাটেজি ভাল তারাই এগিয়ে যাবে। ডিজিটাল মার্কেটিং এর স্যোসাল মিডিয়া মার্কেটিং এর শুধু মাত্র ফেসবুক মার্কেটিং নিয়ে আলাদা ভাবে প্রচারণার কারণ বাংলাদেশের মানুষ ফেসবুক বিজনেস নির্ভরশীল। তাহলে চলুন, ফেসবুক বিজনেস নিয়ে যাবতীয় পরামর্শ গুলো আলোচনা করা যাক।

আপনি কি ফেসবুক মার্কেটিং শুরু করেছেন... দেখুন তাহলে আপনার কি কি জানা দরকার...

Facebook Page Boost With Bkash

Facebook Page Boost With Bkash

How to Use BKash to Boost Your Facebook Page: The Complete Guide If you're like most

Facebook Boosting Service

Facebook Boosting Service

Shopno Careerit is the best digital marketing company to help you grow your presence on social

How To Live Video On Facebook

How To Live Video On Facebook

Tips for maximizing your Facebook live streaming experience. Introduction: Facebook live streaming is quickly becoming a

ক্লাইন্টদের কিছু কমন প্রশ্ন-উত্তর

  • 1. আপনারা কি কি কারেন্সি দিয়ে বুস্ট ও প্রমোশন করেন?
    আমরা আমেরিকান ডলার(USD) এবং মালয়েশিয়ান রিঙ্গিত(RM) দিয়ে বুস্ট ও প্রমোশন করি।
  • 2. লাইকগুলো রিয়েল হবে নাকি ফেক, প্রমোশন শেষ হলে লাইক কি কমে যাবে?
    লাইকগুলো ১০০% রিয়েল একটিভ ফেসবুক ব্যাবহারকারীদের হবে। আমরা আটোলাইক নিয়ে কাজ করি না তাই পরবর্তীতে লাইক কমে যাবে না।
  • 3. আমি ফেসবুকে ব্যাবসা শুরু করতে চাই কি করতে হবে?
    • আপনার একটি প্রোফেশনাল বিজনেস পেজ খুলতে হবে
    • আপনার পেজে কিছু প্রোডাক্ট আপ্লোড ও পোস্ট করে টারগেটেড প্রমোশন করাতে হবে
    • পেজে লাইক আসার পরে সেলের জন্য বুস্ট করাতে হবে
  • 4. প্রমোশন ও বুস্ট কি?
    প্রমোশন হচ্ছে পেজের প্রচার করা। অনেকে প্রমোশনকে পেজে লাইক বাড়ানোও বলে। বুস্ট হচ্ছে নির্দিষ্ট কোন পোস্ট টারগেটেড লোকদের কাছে পৌঁছে দেওয়ার উপায়।
  • 5. কাজ শুরু হলে/শেষ হলে টাকা দেওয়া যাবে?
    না আপনি পেমেন্ট কনফার্ম না করা পর্যন্ত আমরা কাজ শুরু করব না।
  • 1. পোস্ট বুস্ট করলে সেল বাড়বে গ্যারান্টি দিতে পারবেন?
    না কেউ আপনাকে এই গ্যারান্টি দিতে পারবে না কারণ সেল নির্ভর করে আপনার কনটেন্ট, প্রোডাক্ট কোয়ালিটি, দাম ও টারগেটিং এর উপর। তবে আমরা সঠিক টারগেটিং করে সঠিক মানুষদের কাছে পৌঁছে দিতে পারবো।
  • 2. আপনারা কি কি কাজ করেন/সেবা দিয়ে থাকেন?
    • ফেসবুক পেজ প্রমোশন
    • ফেসবুক পোস্ট বুস্ট
    • ফেসবুক পেজ মনিটর সার্ভিস
    • ফেসবুক পেজ ভেরিফিকেশন
    • ফেসবুক পেজ রিকভার
    • ফেসবুক পেজ সেটাপ, সিকিউরিটি চেক
    • ফেসবুক পেজ তৈরি ও অপটিমাইজেশন
    • ওয়েবসাইট SEO
    • বাল্ক এসএমএস
    • কনটেন্ট মার্কেটিং
    • এনিমেশন ভিডিও(2D)
    • গ্রাফিক্স ডিজাইনের সমস্ত কাজ। যেমনঃ লোগো, ফেসবুক কাভার ফটো, অ্যাড ব্যানার, ওয়েব টেমপ্লেট, স্লাইডার, ফ্লায়ার, ব্রোশিয়ার ইত্যাদি।
  • 3. ফেসবুক পেজ ভেরিভাই করতে কি কি লাগে?
    • আপনার পেইজ টি পপুলার হতে হবে সঙ্গে ভাল এঙ্গেজমেন্ট থাকতে হবে।
    • ফেসবুকে আপনার প্রোফাইল বা পেইজে লাইকের সংখ্যা বেশি হলে ভালো হয়।
    • যত বেশি পেইজ এ লাইক ও এঙ্গেজমেন্ট ততো বেশি সুযোগ থাকে।
    • আপনার একটি ওয়েবসাইট থাকতে হবে।
    • আপনার পেইজ/ আপনার সম্পর্কে নিউজ হতে হবে, অনলাইন অথবা টিভি মিডিয়া।
    • আপনার একটি উইকিপিডিয়া প্রোফাইল থাকতে হবে।
    • আপনার (পার্সোনাল হলে পাসপোর্ট কপি লাগবে আর বিজনেস হলে এর ডকুমেন্ট লাগবে)
    • পেইজ ভেরিফাই করতে হলে আমাদের কে পেইজ এর এক্সেস দিতে হবে।
  • 4. বুস্ট/প্রমোশন একটিভ কত সময় লাগে?
    বুস্ট/প্রমোশন ৩০ মিনিট থেকে ৩-৪ ঘন্টার মধ্যে একটিভ হয়ে যায় তবে সর্বোচ্চ ২৪ ঘন্টা সময় লাগে।
  • 5. আপনাদের আগে টাকা দিলে যদি কাজ না করেন, আলরেডি ধোকা খেয়েছি, তাই কিভাবে বিশ্বাস করব?
    রুতেই বলি সবাইকে এক রকম ভাববেন না কারন আপনাকে অন্য কেউ ধোঁকা দিয়েছে, আমরা নই। আমাদের এমন রেকর্ড নেই, তাই আমাদের দয়া করে ধোঁকাবাজদের সাথে তুলনা করবেন না। যারা আমাদের উপর আস্থা রাখেন আমরা শুধুমাত্র তাদেরই সেবা দিয়ে থাকি। এছাড়াও আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা, ফোন নাম্বার, ওয়েবসাইট সম্পর্কিত সকল তথ্য আপনাদের কাছে থাকছে। এরপরেও যদি আপনি আমাদের প্রতি আস্থা না রাখতে পারেন, তাহলে অনুগ্রহপূর্বক আমাদের কাছ থেকে সেবা নিবেন না। আমরা কারো অনাস্থার প্রতীক হতে চাই না। তাই প্রয়োজনে আগে আমাদের সম্পর্কে ভাল করে খোঁজ-খবর নিয়ে তার পরে সেবা নিন।

স্বপ্ন ক্যারিয়ার আইটির ক্লাইন্টের কথা শুনুন

আমাদের সম্পর্কে ক্লাইন্টদের অভিমত

আমাদের শেষ কিছু কথা

আপনাকে অভিনন্দন, এই পেজের সব ক’টি পোষ্ট যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনার ধৈর্য, আপনার জানার আকাক্ষা আপনাকে উদ্যোক্তা তৈরিতে এগিয়ে নিয়ে যাবে। সবাই শুধু চটজলদি বড়লোক হতে চায়। বিজনেস করলেই কি অনেক টাকার মালিক হওয়া যায়? আসল পরিশ্রমটাই সবাই করে না। ডিজিটাল মার্কেটিং(ফেসবুক মার্কেটিং) নিয়ে আপনার জানার আগ্রহকে সব সময় আমরা সাধুবাদ জানাই। আগে জানতে হবে তারপর প্রয়োগ করতে হবে। ডিজিটাল মার্কেটিং এমন এক জিনিস যেটা সব সময় চর্চার মধ্যে থাকতে হবে নিত্য নতুন আপডেটের জন্য। তাই আপানার বিজনেসকে আরো এক ধাপ এগিয়ে নিতে দক্ষ ডিজিটাল মার্কেটারের সাহায্য দিন। ধন্যবাদ