Table of Contents
##ফেসবুক লাইভে ভিউয়ারস বাড়ানোর উপায়
ফেসবুক পেজ বিজনেসে লাইভে প্রোডাক্ট সেল যেন বাংলাদেশের ট্রেন্ড। ট্রেন্ড হবেই বা না কেনো, বিশেষ কোন টাকা খরচ না করেই লাইভ ভিডিও থেকে প্রচুর প্রোডাক্ট সেল করা সম্ভব। এসব ক্ষেত্রে ক্লাইন্টদের বরাবরই স্বপ্ন ক্যারিয়ার আইটি উৎসাহ প্রদান করে আসছে। নাম করা ৪/৫ লাখের অনেক পেজের লাইভ ভিডিওর সমস্যা সমাধানে আমরা অগ্রণী ভূমিকা পালন করে আসছি।
আজকের পোষ্টটি লাইভ ভিডিওতে ভিউয়ারস কমে যাবার কারণ, ভিউয়ারস বাড়ানোর উপায় সহ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হবে। ক্লাইন্টকে প্রতিটি কথা মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ করা যাচ্ছে এবং তা পালন করার জন্য তাগিদ জানানো যাচ্ছে।
আমারা কয়েকটি বিষয় নিয়ে কথা বলব। পয়েন্ট গুলো হলঃ
- লাইভ ভিডিওতে ভিউয়ারস কমে যাবার কারণ
- লাইভ ভিডিওতে ভিউয়ারস পাওয়ার উপায়
- লাইভ ভিডিওতে ভিউয়ারস কমে গেলে করণীয়
লাইভ ভিডিওতে ভিউয়ারস কমে যাবার কারণঃ লাইভ ভিডিওতে ভিউয়ারস কমে যাবার বেশ কিছু কারণ থাকতে পারে। কারণ গুলো মিলিয়ে নিবেন, যদি এসব কাজ আপনার পেজে হয়ে থাকে তাহলে ভিউয়ারস কমে যেতে বাধ্য।
- প্রোমোট/বুস্ট না করাঃ ফেসবুকে আপনি বিজনেস করবেন অথচ ফেসবুক আপনার থেকে বেনিফিটেট হবে না, তাহলে ফেসবুক আপনার কেয়ার করবে না। তাই ফেসবুকে কিছু টাকা খরচ করুন।
- শেয়ার কেনাঃ অনেকেই বিভিন্ন গ্রুপ থেকে শেয়ার কিনে থাকেন, যেটা ফেসবুক ইল্লিগাল এক্টিভিটি হিসেবে কাউন্ট করে। এছাড়া যেসব গ্রুপে শেয়ার করা হয় এবং যেসব আইডি থেকে শেয়ার করা হয় সেসব আইডি পূর্বে স্প্যাম রিপোর্ট ধারী হলে ও গ্রুপ গুলো অ্যাপরুভ না করলে আপনার পেজের ক্ষতি হবে।
- কুপন ব্যবহার করে বুস্ট/প্রমোট করলেঃ কুপন থেকে ফেসবুক কোনভাবেই লাভবান হয় না। একটি পেজে একাধিক আইডির কুপন ব্যবহার করলে সেই পেজের এংগেজমেন্ট কমে যায়, পরবর্তীতে পেজ আন-পাব্লিশ ও হয়ে যেতে পারে।
- পেজের রিপোর্টঃ আপনার পেজে কেউ রিপোর্ট করলে ফেসবুক সাময়িক ভাবে আপনার পেজের এক্টিভিটির ওপর নিষেধাজ্ঞা আনে। এতে রিচ কমে যায়।
- পেজ থেকে স্প্যামিংঃ আপনার পেজ থেকে যদি কোন স্প্যাম লিঙ্ক শেয়ার করেন তাহলে ক্ষতির সম্মুক্ষীণ হতে পারেন। ইত্যাদি
ফেসবুক লাইভে ভিউয়ারস বাড়ানোর উপায় shopno career it
ফেসবুক লাইভে ভিউয়ারস বাড়ানোর উপায়-[এই পোষ্টটি আপনার ফেসবুক পেজে শেয়ার করে রাখতে পারেন কেননা প্রতি নিয়ত এটি আপডেট হবে, নতুন কোন পরামর্শ থাকলে সাথে সাথেই এই পোষ্টে আপডেট করে দেয়া হবে। ]
ফেসবুক লাইভে ভিউয়ারস বাড়ানোর উপায়ঃ আপনারা নিশ্চয় জেনে গেছেন যেসব কাজে লাইভে রিচ কমে যায়, সেসব কাজ না করলে লাইভ ভিডিওতে ভাল পরিমাণ ভিউয়ারস পাওয়া সম্ভব। আসুন লাইভ ভিডিওতে ভিউয়ারস পাওয়ার কিছু উপায় জেনে নেই।
মাসিক প্রমোটঃমাসের ৩০ দিন যদি পেজে প্রমোট রাখতে পারেন তাহলে পেজের লাইভ ভিউয়ারস যেমন বাড়বে ঠিক তেমনি পেজের হেলথ ঠিক থাকবে, লাইভ ভিডিওতে ভিউয়ারস পাবেন।
লাইভ ভিডিও বুস্টঃলাইভ ভিডিও শেষ হবার সাথে সাথে সেটি অ্যাডভার্টাইজিং করুন, ভাল ফলাফল পাবেন।
ফেসবুক শেয়ার, কুপন থেকে বিরত থাকাঃফেসবুকে শেয়ার কেনা বন্ধ করুন, অল্প টাকায় বুস্টের চিন্তা না করে কুপন ব্যবহার বন্ধ করুন।
সেল পোষ্ট নয় উপকারী পোষ্ট দিনঃসব সময় সেল পোষ্ট না দিয়ে কাস্টোমার এংগেজ হয় এরকম পোষ্টও করুন।
সম্পর্ক তৈরি করুনঃ কাস্টোমারের সাথে সম্পর্ক তৈরি করুন। এতে করে একজন কাস্টোমার আপনাকে আরেকজন কাস্টোমার এনে দিতে সাহায্য করবে।
গিফট দিনঃ প্রতি লাইভ ভিডিওতে গিফট, কুইজের ব্যবস্থা রাখুন।
নোটিশঃ আপনি আপনার পেজ থেকে কোন কোন সময় লাইভে যান, সেটি সবাইকে জানিয়ে রাখুন।
স্মার্ট লাইভঃ লাইভ ভিডিওতে ভিডিও কোয়ালিটি ভাল রাখুন, পর্যাপ্ত লাইট, ভাল গতির ইন্টারনেট ব্যবহার করুন। স্মার্ট লেডি দারা আপনার লাইভ ভিডিও প্রচার করুন।
মার্জিত লাইভঃ আপনার লাইভ প্রোগ্রামকে শালীন, মার্জিত ও শ্রুতিমধুর রাখুন। কাস্টোমার বিরক্ত হতে পারে এমন কথা থেকে বিরত থাকুন। একই কথা বার বার বলা বন্ধ করুন। ইত্যাদি
[এই পোষ্টটি আপনার ফেসবুক পেজে শেয়ার করে রাখতে পারেন কেননা প্রতি নিয়ত এটি আপডেট হবে, নতুন কোন পরামর্শ থাকলে সাথে সাথেই এই পোষ্টে আপডেট করে দেয়া হবে। ]
লাইভ ভিডিওতে ভিউয়ারস কমে গেলে করণীয়ঃ ওপরের সব কাজ করার পরেও লাইভে ভাল ভিউয়ারস পাবেন না এটা হতে পারে না। যদি এরকম হয় তাহলে বুঝতে হবে পেজের ইন্টার্নাল কোন সমস্যা আছে। এক্ষেত্রে পেজের হেলথ চেক-আপ করতে পারেন। পেজের হেলথ চেক-আপ সম্পর্কে জানুন। এরকম হলে আপনি কি বিজনেস বন্ধ করে দিবেন? না, কখনোই নয়, আসুন কি করা যেতে পারে জেনে নেই।
বাল্ক এস এম এসঃ আপনার কাস্টোমার লিস্ট থেকে তাঁদের মোবাইল নাম্বার গুলো কালেক্ট করুন। এক ক্লিকে সবাইকে জানিয়ে দিন আজকের লাইভ কখন করবেন আর আজকে কি গিফট/আর্কষণ থাকছে।
নোটিফিকেশন অনঃ অনেক কাস্টোমার দেখবেন বলবে আপনার পেজের কোন নোটিফিকেশন তিনি পান না, এরকম হলে সরাসরি ফেসবুকের সাথে কথা যায়, কথা বলতে পারেন। তবে, লাইভ ভিডিও এর নিচে “Receive All Live Notification” এরকম একটি অপশন পাবেন যেটি আপনার কাস্টোমারকে বলুন অন করে রাখতে।
সি ফাস্টঃ আপনার কাস্টোমারকে বলুন আপনার পেজের See First অপশনটি চালু রাখতে। এতে করে যে পোষ্টই দিবেন না কেন তিনি জানতে পারবেন।
আশা করি ওপরের দিক-নির্দেশনা, নিষেধাজ্ঞা মেনে চললে আপনি আপনার লাইভ ভিডিওতে প্রচুর ভিউয়ারস পাবেন। এই রিসার্চ গুলো সবাই করে না। গুগুলে সার্চ দিয়ে দেখতে পারেন, একমাত্র আমরাই যারা এসব বিষয় নিয়ে আমাদের ক্লাইন্টকে সর্বদা সাহায্য করি। আমরা সদা প্রস্তুত আপনাদেরই জন্য। ভাল থাকবেন এবং প্রফেশনাল ডিজিটাল মার্কেটারের সাহায্যে আপনার মার্কেটিং করাবেন বলে আশা করছি।
ধন্যবাদ সবাইকে!
পরবর্তী ব্লগঃ ফেসবুক মার্কেটিংঃ সফল হবার মূলমন্ত্রঃ পার্ট 2
#ফেসবুক লাইভে ভিউয়ারস বাড়ানোর উপায়
#ফেসবুক লাইভে ভিউয়ারস বাড়ানোর উপায়
#ফেসবুক লাইভে ভিউয়ারস বাড়ানোর উপায়