ফেসবুকে বিজনেস লেখাটি কাদের জন্য প্রযোজ্য?
প্রথমেই বলা ভালো পোষ্টটি একেবারেই নতুন উদ্যোক্তাদের জন্য, যারা ফেসবুক মার্কেটিং নিয়ে বিশদ জ্ঞান অর্জন করেছেন তাঁরা আর্টিকেলটি ইগনোর করতে পারেন। তবে এক নজর পড়ে নিলে ক্ষতি বিশেষ কিছু হবে না।
ফেসবুক মার্কেটিং এর থিওরি আলোচনা না করে চলুন আগে কি-পয়েন্ট গুলো ক্লিয়ার হয়ে আসি।
বুস্টঃ ফেসবুকে পেজ বুষ্ট বলে কোন অবজেক্টিভ নেই। বুস্ট হয় পোষ্টের। আসলে বুস্ট না বলে এটাকে মার্কেটিং অবজেক্টিভ বললে বেশি ভালো।
প্রোমোটঃ প্রমোট মানে পেজের লাইক বাড়ানো। এটি আমরা সবাই বুঝি।
ফেসবুক মার্কেটিং অবজেক্টিভঃ ফেসবুকে বিজনেস
ফেসবুক মার্কেটিং এর বিভিন্ন অ্যাডভার্টাইজিং (ফেসবুকে বিজনেস) অবজেক্ট গুলোর মধ্যে তিনটি দারুন পয়েন্ট আছে পয়েন্ট গুলো হলঃ Awareness, Consideration ও Conversion.
প্রোমোট এবং বুস্ট অল্প কথায় বোঝার পর আমরা একটু গভীরে প্রবেশ করে জানার চেষ্টা করবো যে আসলে বুস্ট দিয়ে দিলেই সেল জেনারেট করা সম্ভব হবে কিনা! বাংলাদেশে একটি কথা বেশ মুখে মুখে সেটি হল-কার্ড থাকলেই বুস্টার। নিচের লেখা গুলো পড়ে আপনাকে সিধান্ত নিতে হবে আপনি ফেসবুকে কিভাবে মার্কেটিং করতে চাচ্ছেন।
ফেসবুক মার্কেটিং এর প্রধান কয়েকটি অবজেক্টিভ জানাতে যাচ্ছি আমরা, প্রথমটি Engagement, আদি কালে এটি সেরা অবজেক্টিভ হিসেবে গন্য করা হতো। কিন্তু যুগ বদলে এখন সেরা অবজেক্টিভ হল Messages। ম্যাসেজ এর মাধ্যমে কাস্টোমারকে সহজে কনভেন্স করতে পারবেন।
তাই আপনার ডিজিটাল মার্কেটিং পার্টনারকে বলুন এই বিষয়ে আলোকপাত করতে। এই প্যারাতে ফেসবুকের পোষ্ট বুস্ট (ফেসবুকে বিজনেস) নিয়ে সাধারণ আলোচনা করা হয়েছে। অবজেক্টিভ দুটির যেটি নিয়েই আপনি কাজ করেন না কেনো, ডিটেল টার্গেটিং আপনাকে কাস্টোমার এনে দিতে সাহায্য করবে।
এবার প্রমোট মানে পেজ লাইক দিয়ে দুটি কথা বলি। পেজ লাইক আপনাকে সেল সররসারি এনে দিবে না, কিন্তু পেজে লাইক না থাকলে কাস্টোমারও আপনার থেকে কোন প্রডাক্ট কিনতে চাইবে না। সুতরাং পেজে লাইক থাকা জরুরি।
পেজে লাইক আপনি টারগেটিং এনং নন-টার্গেটিং দুই ভাবে নিতে পারেন। টার্গেড লাইক দিলে অল্প লাইকের জন্যই বেশি খরচ করতে হবে এবং নন-টার্গেটিং আপনাকে অল্প টাকায় বেশি লাইক এনে দিবে।
যেহেতু এই ব্লগটি প্রমোট এবং বুস্ট নিয়ে প্রাথমিক ধারনা প্রকাশ করে তাই ফেসবুক মার্কেটিং এর অন্যান্য অবজেক্টিভ নিয়ে আলোচনা করা হলো না। প্রতিটি অবজেক্টিভ নিয়ে বিশদ আলোচনা জানতে চাইলে আপনি আমাদের “ফেসবুক মার্কেটিং মূল্মন্ত্র” অ্যাপ্সটি ডাউনলোড করতে পারেন। ডাউনলোডঃ ফেসবুক মার্কেটিং মূল্মন্ত্র ই-বুক অ্যাপ্স
অনেক সময় ফেসবুক পেজ থেকে সরাসরি বুস্ট বাটনে ক্লিক করে অনেকে বুস্টিং করে থাকেন, এতে করে অনেক গুরুত্তপূর্ণ অপশন ব্যবহার করা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। তাই শুধু মাত্র পেজে পোষ্ট থেকে বুস্ট নয়, জানতে হবে প্রফেশনাল টার্গেটিং, প্রোপ্রার অ্যাড প্লেসমেন্ট, বিড পলিসি ইত্যাদি।
এবার সিধান্ত নেবার পালা আপনার, কার্ডধারী বুস্টার থেকে সার্ভিস নিবেন, না নিজে জেনে অ্যাডভার্টাইজিং (ফেসবুকে বিজনেস) করবেন নাকি প্রফেশনালদের থেকে সার্ভিস নিবেন।