চমৎকার একটি টাইটেল তাই না? ফেসবুক সেল করার অনেক গুলো উপায় আছে। ডিটেল টার্গেটিং, সেলস ফানেল, রি-টার্গেটিং, কাস্টোম অডিয়েন্স আরো কত কি! কিন্তু বিষয় হচ্ছে এই টার্গেটিং গুলো করে মার্কেটিং এর পেছনে অনেক টাকা আপনাকে খরচ করতে হবে। প্রথম দিকে বেশ কিছু টাকা খরচের পর কিন্তু অনেকটা লাভও আপনি করতে পারবেন। তবে কাজ গুলো করার প্রাথমিক উপদান অনেকের কাছেই নেই। ওয়েবসাইট সেল জেনারেট করার অন্যতম একটি মাধ্যম, কিন্তু ফেসবুক ব্যবসায়ীর অনেকেরই তা নেই এবং থাকলেও সেটার সঠিক ব্যবহার তাঁরা এখনো করতে চায় না বা হয়ে ওঠে না।কথা গুলো একটু কঠিন হয়ে গেলেও সেল হবে এটা নিশ্চিত। তবে আজ আমি আপনাদের অন্যরকম একটি উপায়ের কথা বলব। এটি আপনারাই লজিক দিয়ে চিন্তা করবেন। আর এই বিষয়গুলো ওপরের বিষয়ের আলোকেই।
আচ্ছা সেল হবার জন্য প্রথমেই কি প্রয়োজন একটু ভাবুন তো? মানুষের কাছে বিজ্ঞাপনটি পৌছানো, তাই নয় কি? এখন যখন আপনি ম্যাসেজ অবজেক্ট দিয়ে অ্যাডভার্টাইজিং করছেন তখন প্রতিটি ম্যাসেজের জন্য ফেসবুক আপনার থেকে টাকা কাটছে, কিন্তু রিচ কম হচ্ছে। এই জন্য অনেক ক্লাইন্ট আমাদের বলেন রিচ যেন বেশি হয়। রিচ বেশি হলেই যে সেল হয়ে যাবে এমনটাও নয়। সেল হবার জন্য ক্রেতা-বিক্রেতার কথপোকথন হওয়াটা জরুরি। এই জন্য সব সময় ম্যাসেজ অবজেক্টে ভাল ফলাফল পাওয়া যায়।
আমি আপনাদের যে ওয়েটার কথা বলতে যাচ্ছি সেটা হল, মাল্টিপুল অ্যাডসেট। অ্যাডসেট মানে একটি বিজ্ঞাপণ। মাল্টিপুল অ্যাডসেট মানে একটি অ্যাডের মধ্যে একাধিক এড, সেটি হতে পারে বিভিন্ন বাজেটের বিভিন্ন অ্যাডভার্টাইজিং অবজেক্টিভ নিয়ে। এটি করলে একই সাথে আপনি বেশি রিচ, এংগেজমেন্টস ও ম্যাসেজ পাবেন যেটির কারণে আপনার সেল বেড়ে যাবে।
আরো একটি ব্যাপার, ফেসবুকের অ্যালগরিদম প্রায় সময়ই পরিবর্তন হয় তাই ফেসবুকে সেল করার গ্যারেন্টেড উপায় কার্যকারী তখনই হবে যখন আপনি নিয়ম মেনে কাজ করবেন। একটি বিষয় যেটি আমরা ফলো করেছি, বুস্টিং এর সাথে প্রোমোট চালু থাকলে ফলাফল দারুন হয়। তাই মাল্টিপুল অ্যাডসেট হিসেবে প্রোমোট বা পেজ লাইকটিও রাখতে পারেন।
তাহলে আসুন আমরা মাল্টিপুল অ্যাডসেটের একটি প্ল্যান করিঃ
ধরি, বিজ্ঞাপণটি আমরা ৪ দিনের জন্য দিব। বাজেটঃ ৫০ ডলার।
তাহলে,
- ১ম অ্যাডসেটঃ ম্যাসেজ অবজেক্টিভ ৪ দিন ৬ ডলার করে প্রতিদিন= ২৪ ডলার
- ২য় অ্যাডসেটঃ এংগেজমেন্ট অবজেক্টিভ ৪ দিন ২.৫ ডলার করে প্রতিদিন= ১০ ডলার
- ৩য় অ্যাডসেটঃ রিচ অবজেক্টিভ ৪ দিন ২ ডলার করে প্রতিদিন= ৮ ডলার
- ৪র্থ অ্যাডসেটঃ পেজ লাইক অবজেক্টিভ ৪ দিন ২ ডলার করে প্রতিদিন= ৮ ডলার
বিঃদ্রঃ বাজেট আরো কমাতে চাইলে রিচ/ এংগেজমেন্ট এর মধ্যে যেকোন একটি ব্যবহার করতে পারেন। এই পদ্ধতিতে ফলাফল ভাল পাওয়া যায় যেটা পরীক্ষিত। আশা করছি, যেখান থেকে অ্যাড রান করবেন সেখান থেকে টার্গেটেড ওডিয়েন্সের মাধ্যমে উক্ত পদ্ধতির প্রযুক্তি প্রয়োগ করবেন।
স্বপ্ন ক্যারিয়ার আইটিতে এটি, “কম্বো প্যকেজ-ক্লাইন্টের সেরা পছন্দ” নামে প্যাকেজটি রয়েছে। চাইলে আমাদের মাধ্যমেও ফলফল পেতে পারেন। কিন্তু এই অ্যাডটির সাথে সাথে আপনার ফেসবুক পেজের অন্যান্য বিষয় বস্তুগুলো ঠিক থাকতে হবে।