ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
Web design কথাটা শুনলেই আমাদের Website এর কথা মনে পড়ে যায়।
আমরা অনেকেই আছি বিজনেস পারপাসে অনেকে পারসোনাল ব্লোগ ওয়েবসাইট বানিয়ে থাকি। আবার অনেকে প্রোডাক্ট সেল করার জন্য e-commerce ওয়েবসাইট বানিয়ে থাকি ।
এখন কথা হচ্ছে, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কি!

ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
এখানে আমরা ওয়েবসাইট বানানোকেই ওয়েব ডিজাইন বলতে পারি, তবে এখানে একটু কিন্তু রয়েছে।
ওয়েবসাইট বানাতে হলে দুই ভাবে কাজ করতে হয়েঃ
- Front end
- Back end
Front end এ আমরা যা করি সেটাকে Website Design or UI/UX Design বলা যায়।

ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
আমাদের ওয়েবসাইটে আমরা Coding করে যে একটা ডিজাইন এ নিয়ে আসি অর্থাৎ সহজ ভাবে বলতে গেলে কোনো ওয়েবসাইটে ঢুকে আমরা যা দেখি সেটাই ওয়েব ডিজাইন।
এবার আসি, Back End এ
একটা ওয়েব সাইট শুধু ডিজাইন করলেই হয় নাহ এর Back end এ অনেক কাজ করতে হয়।
কারণ Front end এ শুধু ডিজাইন শো করে আর Back end এ আমরা বাকি

ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
কাজগুলো করি।
যেমনঃ Database এর কথাই কলতে পারেন।
আমরা ওয়েবসাইটে আমরা যত যা ডাটা Entry করি সব Database এ এসে সেভ হয়।
এই ওয়েবসাইটের সাথে Database এর যখন connect করি তখন তাকে আমরা Web development বলতে পারি।
এবার তো আপনারা তাহলে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলেন।
কিন্তু এবার আপনার প্রশ্ন হতে পারে, তাহলে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোথা থেকে করাবো!
এছাড়াও আপনাদের প্রশ্ন থাকতে পারে অথবা গুগোলে সার্চ দিতে পারেন বেস্ট ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কম্পানি লিখে।
আপনাদের জন্য আমি পুরো ব্যপারটা সহজ করে দিচ্ছি, কিভাবে ?
আমরা অনেকেই আছি প্রথমে কোন কিছু করার ক্ষেত্রে অথবা কোন কিছু কেনার ক্ষেত্রে আমরা সব সময় কম টাকা খরচ করার ধান্দা করি।
ঐ কম টাকা খরচ করার কারনে পরবর্তিতে দেখা যায় যে আপনি তার পাচ গুন টাকা টাকা খরচ করে বসেন।
ঠিক এটা ওয়েবসাইটের ক্ষেত্রেও ঘটে থাকে। আমরা অনেকেই অনেকের কাছ থেকে কম টাকায় ওয়েবসাইট বানিয়ে পরে প্রবলেমে পরি। সেটা হতে পারে কোন সিকিউরিটি রিলেটেড প্রবলেম, হতে পারে সেটা Framework problem. এছাড়াও নানান ধরনের প্রবলেম ফেইস করতে হয়।
তার চেয়ে বেটার হয় নাহ, যদি আপনি একটু বেশি টাকা খরচ করে কোন ভাল কোম্পানির কাছ থেকে Website বানিয়ে নেন।
তাহলে আপনি এখন, কোন কম্পানিকে বেছে বেছে নিবেন?
আমাদের বাংলাদেশে অনেক IT Company আছে তাদের মধ্যে Foresight IT অন্যতম।
এখন আপনার প্রশ্ন হতে পারে,আপনি আপনার Website বানানো ক্ষেত্রে Foresight IT কে কেন বেছে নিবেন?
কারন তাদের রয়েছে Professional Website Designer & Developer এবং তাদের বাংলাদেশের কাজের পাশাপাশি International এ কাজের Exprience রয়েছে।
তাদের এক এক জন Developer এর সর্বনিম্ন ৬০-৭০ টি ওয়েবসাইট বানানোর এক্সপ্রিয়েন্স রয়েছে।
সব চেয়ে বড় ব্যপার হচ্ছে, আপনি Foresight IT থেকে ওয়েবসাইট বানালে পাচ্ছেন তাদের কাছ থেকে লাইফ-টাইম সাপোর্ট।
এবার ওয়েবসাইট বানানো তো হলো ওয়েবসাইট বানানো তো হলো
এর পর কি করবেন ?
Website বানানোর পরবর্তি কাজগুলোঃ

ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
- সর্ব প্রথম কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটকে SEO করা।
- ২য়, কাজ হচ্ছে ফেসবুকে আপনার ওয়েবসাইটের নামে একটা পেজ খোলা।
- এরপর আপনি সেই পেজের পোস্টে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে কোন পেইড এড করতে পারেন। অর্থাৎ পোস্ট টি বুস্ট-প্রোমোট এর মাধ্যমে আপনার পোস্টের রিচ, এঙ্গেজমেন্ট বাড়বে।
- এই ক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটের Google & Youtube অ্যাডও করতে পারেন।
- এছাড়াও বিভিন্ন ধরনে সোশ্যাল মিডিয়ার সাইট আছে, সেখানে আপনার Ecommerce Website এর অ্যাড দিতে পারেন।
About us and this blog
We are a digital marketing company with a focus on helping our customers achieve great results across several key areas.ABS
Request a free quote
We offer professional SEO services that help websites increase their organic search score drastically in order to compete for the highest rankings even when it comes to highly competitive keywords.
Subscribe to our newsletter!
More from our blog
See all postsRecent Posts
- ডিজিটাল বিজনেস আইডেনটিফিকেশন (DBID) February 8, 2022
- আমরা কুপন ব্যাবহার করি না February 4, 2022
- ফেসবুকের পেমেন্ট মেথড নিয়ে কিছু জানা-অজানা তথ্য February 4, 2022