What is Ecommerce website ?
Ecommerce website এর কথা শুনলেই আমরা কি বুঝি !
Commerce মানে ব্যবসা আর Ecommerce মানে Electric commerce অর্থাৎ ডিজিটাল ব্যবসা।
তাহলে Ecommerce Website কি দ্বারাল ?
কোন Website এর মাধ্যমে আমরা যখন ব্যবসা করি অর্থাৎ Money Transaction করে যখন আমরা কোনো প্রোডাক্ট সেল করি তখন তাকে Ecommerce Website বলে।


এখন অনেকের প্রশ্ন হতে পারে, Website এর মাধ্যমে ব্যবসা কি করে করব ?
আপনারা হয়তো যেনে থাকবেন অনেক ধরনের ওয়েবসাইট বানানো যায়। সেটা হতে পারে কোন Blog Website, হতে পারে কোন IT Company এর জন্য site, হতে পারে কোন portfolio site, এবং হতে পারে সেটা কোনো Ecommerce Website.
আসুন তাহলে Ecommerce Website নিয়ে একটু বিস্তারিত জানিঃ
ব্যবসা তো আমরা অনেকেই করি, সেটা হতে পারে কোনো মুদির দোকান, হতে পারে কোনো সুপার শপ, হতে পারে কোনো Clothing Store অথবা হতে পারে কোন Jewellery-Ornaments Accessories.
কিন্তু আমরা কি এটা কখনো ভেবেছি মানুষ এখন অনলাইন মুখি হয়ে পরেছে।
ছোট বাচ্চা থেকে শুরু করে মুরুব্বিরা এখন অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে থাকে।
আর সব চেয়ে বড় ব্যপার হচ্ছে মানুষ এখন অনেক আলসে হয়ে গেছে।
তাহলে আপনি একজন Business-man এই সুযোগ কেন হাত ছাড়া করবেন!
তাহলে তাদের জন্য অনলাইনেই বিজনেস করা শুরু করে দিন Ecommerce Website এর মাধ্যমে।
আমি আপনাকে বলছি নাহ আপনার ফিজিক্যাল শপ অফ করে রাখতে, আমি আপনাকে বলছি ফিজিক্যাল শপের সাথে অনলাইন প্লাটফর্ম কে add করতে।
আর সবচেয়ে বড় ব্যপার হচ্ছে আপনি ফিজিক্যাল শপ দিয়ে যতো টাকা লাভ করতে পারবেন তার চেয়ে ৩০% বেশি টাকা অনলাইনের মাধ্যমে লাভ করতে পারবেন।
এবার প্রশ্ন হচ্ছে, কিভাবে আপনি Ecommerce Website বানাবেন ?


Website বানানোর অনেক ধরনের ওয়ে রয়েছে সেই ক্ষেত্রে আপনি open source CMS অর্থাৎ Content Management system যেমন WordPress, Wix,Blogspot দিয়ে করাতে পারেন।
অথবা আপনি চাইলে PHP-laravel, Django-Python এর মাধ্যমে ও করতে পারেন।
যেহেতু আপনার ওয়েবসাইটটি একটি Ecommerce Website হবে এবং money transaction system থাকবে সেই ক্ষেত্রে সিকিউরিটি আপনার কাছে বেস্ট প্রায়রটি থাকবে। তাই বেটার হবে যদি আপনি সেটা PHP-laravel অথবা Django-Python দিয়ে বানান।
এখন কথা হচ্ছে কোথা থেকে বানাবেন ?
আমরা অনেকেই আছি প্রথমে কোন কিছু করার ক্ষেত্রে অথবা কোন কিছু কেনার ক্ষেত্রে আমরা সব সময় কম টাকা খরচ করার ধান্দা করি।
ঐ কম টাকা খরচ করার কারনে পরবর্তিতে দেখা যায় যে আপনি তার পাচ গুন টাকা টাকা খরচ করে বসেন।
ঠিক এটা ওয়েবসাইটের ক্ষেত্রেও ঘটে থাকে। আমরা অনেকেই অনেকের কাছ থেকে কম টাকায় ওয়েবসাইট বানিয়ে পরে প্রবলেমে পরি। সেটা হতে পারে কোন সিকিউরিটি রিলেটেড প্রবলেম, হতে পারে সেটা Framework problem. এছাড়াও নানান ধরনের প্রবলেম ফেইস করতে হয়।
তার চেয়ে বেটার হয় নাহ, যদি আপনি একটু বেশি টাকা খরচ করে কোন ভাল কোম্পানির কাছ থেকে Website বানিয়ে নেন।
তাহলে আপনি এখন, কোন কম্পানিকে বেছে বেছে নিবেন?
আমাদের বাংলাদেশে অনেক IT Company আছে তাদের মধ্যে Foresight IT অন্যতম।
এখন আপনার প্রশ্ন হতে পারে,আপনি আপনার Ecommerce Website বানানো ক্ষেত্রে Foresight IT কে কেন বেছে নিবেন?
কারন তাদের রয়েছে Professional Website Developer. এবং তাদের বাংলাদেশের কাজের পাশাপাশি International এ কাজের Exprience রয়েছে।
তাদের এক এক জন Developer এর সর্বনিম্ন ৬০-৭০ টি ওয়েবসাইট বানানোর এক্সপ্রিয়েন্স রয়েছে।
সব চেয়ে বড় ব্যপার হচ্ছে, আপনি Foresight IT থেকে ওয়েবসাইট বানালে পাচ্ছেন তাদের কাছ থেকে লাইফ-টাইম সাপোর্ট।
এবার ওয়েবসাইট বানানো তো হলো ওয়েবসাইট বানানো তো হলো
এর পর কি করবেন ?
Website বানানোর পরবর্তি কাজগুলোঃ


- সর্ব প্রথম কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটকে SEO করা।
- ২য়, কাজ হচ্ছে ফেসবুকে আপনার ওয়েবসাইটের নামে একটা পেজ খোলা।
- এরপর আপনি সেই পেজের পোস্টে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে কোন পেইড এড করতে পারেন। অর্থাৎ পোস্ট টি বুস্ট-প্রোমোট এর মাধ্যমে আপনার পোস্টের রিচ, এঙ্গেজমেন্ট বাড়বে।
- এই ক্ষেত্রে আপনি আপনার ওয়েবসাইটের Google & Youtube অ্যাডও করতে পারেন।
- এছাড়াও বিভিন্ন ধরনে সোশ্যাল মিডিয়ার সাইট আছে, সেখানে আপনার Ecommerce Website এর অ্যাড দিতে পারেন।
i like this optimum post
You made certain fine points there. I did a search on the issue and found mainly persons will go along with with your blog. Yovonnda Moise Furie